দোলনা বাঁধতে গিয়ে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সন্তানের জন্য দোলনা বাঁধতে গিয়ে সিড়ি থেকে ছিটকে পড়ে জেসমিন আকতার (২৩) নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা সন্দ্বীপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান জানান, তার দুই বছরের মেয়ে আয়েশা সিদ্দিকার জন্য ঘরের মধ্যে একটি দোলনা বাঁধা হয়। এটি নড়বড়ে হয়ে যাওয়াতে সকালে আমার স্ত্রী জেসমিন দোলনা শক্ত করে বাঁধার জন্য সিড়ি বেয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। ওইসময় তিনি দোকানে ছিলেন। দোকান থেকে এসে দেখেন তার স্ত্রী অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। স্থানীয় চিকিৎসক ডেকে দেখালে তিনি তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্তা ছিলেন বলেও জানান তিনি।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, অন্তঃসত্তা গৃহবধূ নিহতের ঘটনায় বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা, চন্দনাইশ ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমন্বিত শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর