দোভাষ শিপিংয়ের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যাংকের টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

অগ্রণী ব্যাংকের ৯ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের মামলায় দোভাষ শিপিং লাইনস’র মালিক মো. হামিদ দোভাষের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে ৯ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দোভাষ শিপিং লাইনস ও এর মালিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ব্যাংকটির লালদীঘি শাখা। মূলত ঋণের টাকা যাতে পরিশোধ না করে দেশত্যাগ করতে না পারেন তার জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধিজীবী হত্যাযজ্ঞের ক্ষতি জাতিকে আজীবন বহন করতে হবে
পরবর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে ম্যামোগ্রাফি উদ্বোধন ও সেমিনার