দৈনিক শনাক্ত নামল তিনশর নিচে

নতুন শনাক্ত ২৫৭, মৃত্যু ৫

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আড়াই মাস পর নেমে এসেছে তিনশর নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার নমুনা পরীক্ষা করে ২৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের। এর আগে এরচেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বাশেষ ১৯ ডিসেম্বর, সেদিন ২১১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। খবর বিডিনিউজের।
আগের দিন বৃহস্পতিবার ৩২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যুর খবর এসেছিল ৩ জনের। সেই হিসেবে শনাক্ত রোগী সংখ্যা কমলেও গত একদিনে বেড়েছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণ বাড়তে বাড়তে দৈনিক পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার গত ২৮ জানুয়ারি পৌঁছেছিল ৩৩ শতাংশের রেকর্ড উচ্চতায়। তা কমতে কমতে গত বুধবার ২ শতাংশের নিচে নেমে আসে। গতকাল এই হার হয়েছে ১ দশমিক ৮৬ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন দুই হাজার ৩৯৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৭০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৬ শতাংশের বেশি। যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের সবাই পুরুষ এবং ঢাকা বিভাগের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট কমানোর প্রভাব ভোজ্যতেলের বাজারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৭ জন আক্রান্ত