সিএনজি চালিত অটোরিকশা মালিকের দৈনিক জমা বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন–১৪৪১ পাহাড়তলী থানার বারকোয়ার্টার ডিটি রোডে সকাল ১০টায় মানববন্ধন করেছে। মানববন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ বলেন, সরকারি গেজেটকে বৃদ্ধাগুলি দেখিয়ে সিএনজি চালিত অটোরিকশা মালিকরা দৈনিক অতিরিক্ত জমা আদায় করে চালকদের উপর জুলম করছে। সরকার দৈনিক জমা ৯০০টাকা নির্ধারণ করলেও চট্টগ্রামের কিছু অসাধু মালিক ও গ্যারেজের মালিকরা চালকদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে অতিরিক্ত জমা আদায় করে যাচ্ছে। যা সম্পূর্ণ বেআইনী। আগামী ১০ দিনের মধ্যে এসব গ্যারেজ মালিক ও সিএনজির মালিকরা এই অতিরিক্ত জমা নেয়া এবং দারোয়ানের নামে চাঁদা নেয়া বন্ধ না করলে আগামী ১১ জুন চট্টগ্রাম প্রেস ক্লাব চত্তরে সমাবেশের মাধ্যমে নগরীর সেই সমস্ত গ্যারেজ গুলোর তালিকা তৈরি করে গ্যারেজের সামনে সামনে অবস্থান কর্মসূচি পালন করার হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। ইউনিয়নের সহ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. জসিম উদ্দিন, মো. আলম, কামাল ভান্ডারী, মো. হাসান মোল্লাহ, মো. আবুল হোসেন, মো. দুলাল, মো. বাবুল প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, মালিক ও গ্যারেজের মালিকদের অসহনীয় নির্যাতনে আজ সিএনজি চালকরা খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। চালকদের থেকে নামে বে নামে চাঁদাবাজি করা হচ্ছে। দারোয়ানের নামে যে চাঁদা আদায় করছে তা সম্পূর্ণ অন্যায় ও বেআইনী। সরকারি গেজেট অমান্যকারী মালিকদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির মাধ্যমে এসব মালিকদের বিরুদ্ধে চালকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রেস বিজ্ঞপ্তি।