মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও পাঠকনন্দিত, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী ৬৩ বছরে পদার্পণ করেছে। দৈনিক আজাদী তাঁর নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনাবদ্য। চট্টগ্রামের জনমানুষের না পাওয়ার অভিব্যক্তি ও সম্ভাবনাময়ী প্রতিবেদন’র মাধ্যমে দিন দিন জনপ্রিয়তার শীর্ষ অর্জন স্বরূপ পত্রিকাটির শ্রদ্ধেয় সম্পাদক এম.এ. মালেক একুশে পদক অর্জন করেন। এই অর্জন চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে প্রথমবারের মত। গণমানুষের প্রশংসায় পঞ্চমুখ পত্রিকাটি পাঠকপ্রিয়তার পাশাপাশি নতুন নতুন লেখকদের লেখার সুযোগ দিয়ে অনেক মেধাবী লেখক সৃষ্টি করে আসছে। বিশেষ করে দৈনিক আজাদী সামাজিক নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে অগ্রণী ভূমিকাও পালন করেছে। পাঠকদের মনে জায়গা করতে পত্রিকাটি বিনোদন, বিশ্লেষণপূর্ণ লেখা, সাহিত্য, খেলাধুলা ও পড়ালেখার পাতাসহ নানা সমাজের নানা অসংহতি তুলে ধরেন। দীর্ঘ ৬২ বছর একটি পত্রিকা সফল ভাবে পথ চলা এত সহজ ব্যাপার নয়। তদ্রুপ আজাদী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এবং লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের অবিরাম ভালোবাসায় দৈনিক আজাদী তার নীতিতে অবিচল হয়ে জনমানুষের মাঝে টিকে থাকুক যুগের পর যুগ সেই প্রত্যাশা কামনা করি। দৈনিক আজাদীর সফলতা কামনা করে ৬৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে চট্টগ্রামসহ দেশবাসী সকলের প্রতি অনাবিল শুভেচ্ছা ও ভালোবাসা রইল।