দেড় মাসের মধ্যে ভারতে সর্বনিম্ন দৈনিক শনাক্ত

| রবিবার , ৩০ মে, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে টানা দ্বিতীয় দিন দৈনিক শনাক্ত রোগী দুই লাখের কম। গতকাল শনিবার দেশটিতে এক লাখ ৭৩ হাজার ৭৯০ জন নতুন রোগী শনাক্ত হয়। গত ৪৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন। এদিন সেখানে ৩,৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিন লাখ ২২ হাজার ৫১২ জন মারা গেছেন। মোট আক্রান্ত দুই কোটি ৭৭ লাখের বেশি। খবর বিডিনিউজের।
এ বছরের শুরুর দিকে ভারতে কোভিড-১৯ পরিস্থিতির বেশ উন্নতি হয়েছিল। দৈনিক সংক্রমণও অনেকটা কমে এসেছিল। কিন্তু গত মার্চ থেকে দেশটিতে পুনরায় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়। এপ্রিলে যেটা লাগামহীন অবস্থায় পৌঁছায়। ওই সময় সংক্রমণ এতটাই বেড়ে গিয়েছিল যে ভারতে টানা কয়েকদিন দৈনিক শনাক্তের একের পর এক বিশ্ব রেকর্ড হয়। ওই সময় সেখানে টানা কয়েক দিন দৈনিক প্রায় সাড়ে চার লাখ ছুঁই ছুঁই নতুন রোগী শনাক্ত হচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত