দেড় বছরে সর্বনিম্ন মৃত্যু

দুজনই ঢাকার, শনাক্তের হারও কমেছে

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে দুজনের মৃত্যু হয়েছে, যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। মারা যাওয়া দুজনই ছিলেন ঢাকা জেলার বাসিন্দা; দুজনই নারী। অর্থাৎ, ঢাকা জেলা বাদে দেশের আর কোথাও গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর কোনো খবর আসেনি। এর আগে সর্বশেষ গত বছরের ৫ মে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন করোনায় মারা গিয়েছিলেন ১ জন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭০ জন।
গত একদিনে নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হারও অনেকটা কমেছে। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ০৮ শতাংশ, যা গত বছরের ৩১ মার্চের পর সবচেয়ে কম। সেদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২০২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন। গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধছয় দশকে দেশের গড় তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অস্ত্র ও মাদকসহ পিতা-পুত্র গ্রেপ্তার