দেহের ধর্ম

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

অনুরোধ সদা বিনীতই

আর দুর্বিনীত লড়াই

মগজ দিয়ে মিছিল করে

মনের স্বৈরতন্ত্র সরাই

নানারঙের চিন্তা দিয়ে

দেয়ালজুড়ে ছবি আঁকা

যুক্তি দিয়ে ভাগ করলেও

দেহের ধর্ম এক থাকা

একের পাশে শূন্য বসে

ধীরে সংখ্যালঘুই গুরু হয়

প্রাচীন তত্ত্ব, সিম্বলিকে

এইভাবে ঠিক শুরু হয়

বনের জোঁকও মাংস চেনে

সুযোগ পেলেই রক্ত খায়

সহজ ছিল মত না মউত

হাইডেগারে চেনা যায়?

পূর্ববর্তী নিবন্ধসাইদ শ’
পরবর্তী নিবন্ধবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ইরান প্রসঙ্গ