দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে আ.লীগ নেতা-কর্মীরা প্রস্তুত

প্রতিবাদ সমাবেশে এমপি লতিফ

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

এম এ লতিফ এমপির উদ্যোগে বিএনপি-জামাত চক্রের ষড়যন্ত্রের হাত থেকে জনগণের জানমাল রক্ষায় তার নির্বাচনী এলাকার ৭টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল সোমবার আগ্রাবাদ এলাকায় অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এম এ লতিফ এমপি বলেন, বিএনপি খেলার কথা বলছে আমি তাদের প্রশ্ন করি এটা কোনো খেলা-গণতন্ত্র ধ্বংস করে সামরিক শাসন প্রতিষ্ঠার খেলা ? দেশ ও জনস্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সব ধরনের খেলা খেলতে ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত। তিনি বলেন, শেখ হাসিনার মানবিকতার সুযোগ নিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের জানমালের ক্ষতি করার ষড়যন্ত্রের খেলা আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা রাজপথে রুখে দিব। তিনি জিয়াকে বঙ্গবন্ধু হত্যার পর সুবিধাভোগীদের মধ্যে অন্যতম উল্লেখ করে খালেদা জিয়া ও তারেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মো. আসলাম, আজিজ মোল্লা, আকবার হোসেন কবি, জাহিদুল আলম মিন্টু, মো. আবছার উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশার্টে রক্তের দাগ, হত্যায় ‘জড়িত’ ৬ জন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ৪ জনের করোনা শনাক্ত