দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে
মুক্ত হলাম অবশেষে,
বাংলা মায়ের দামাল ছেলে
তাজা জীবন দিলো হেসে।
দু’যুগের এই শাসন-শোষণ
তিরিশ শত হাজার জীবন,
আমাদের এই সোনার বাংলা
তাদের ত্যাগের অর্জন।
ষোল তারিখ ডিসেম্বরে
জয়ধ্বনি ঘরে ঘরে,
বিশ্ববাসী জানলো তবে
বাঙালিরাও লড়তে পারে।
বিজয় মাসের এই দিনে
সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে,
আসুন সবাই পণ করি
দেশটা গড়বো সবাই মিলে।