দেশ গঠনে ছাত্রসেনার কর্মীদের ভূমিকা রাখতে হবে

আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ঈদ পুনর্মিলনী ও ২০২৩২০২৪ সেশনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান উত্তর জেলার সভাপতি মুহাম্মদ মিছবাহুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরীর সঞ্চালনায় সালমা ভবনস্থ কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার আহ্‌বায়ক কাজী আহসানুল আলম, যুগ্ম আহবায়ক আহমদ রেজা, সচিব খ ম জামাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফরিদুল হক, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

প্রধান অতিথি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী বলেনছাত্ররা আগামীতে দেশ পরিচালনা করবে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি দারিদ্র ও সন্ত্রাসমুক্ত দেশ করতে হলে মেধাবী ছাত্রদের এগিয়ে আসতে হবে, তাই আগামীতে দেশ গঠনে ছাত্রসেনার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে । এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আলমগীর মাসুদ, হাসান ইমাম, আবদুল কাদের, হাফেজ নেজাম উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ পিয়ারুল ইসলাম, এনামুল করিম, মুহাম্মদ হাসনাত শাহরিয়ার, মুহাম্মদ নাঈম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুকুর ভরাট করায় জরিমানা
পরবর্তী নিবন্ধঅ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে সপ্তাহব্যাপী কর্মসূচি