দেশ উন্নয়নের পথে এগোচ্ছে

| শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৪:৩৯ পূর্বাহ্ণ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এ অর্জন অবশ্যই আনন্দের গৌরবের। এ অর্জন নিয়ে খুব বেশি আত্মতুষ্টিতে না ভুগে সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়া উচিত।
এক সময় বাংলাদেশ ক্ষুধা, দারিদ্য, দুর্ভিক্ষ, অধিক জনসংখ্যার আর প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। নানা রকম প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট অনেক দুর্যোগ ও চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
বিশ্ব ব্যাংকের মতে উন্নয়নের সূচকের বেশির ভাগই বাংলাদেশ পূরণ করেছে। ভারত, পাকিস্তান ও শ্রীলংকার চেয়েও এগিয়ে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। প্রায় ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। দারিদ্র্যের হার ২৪ শতাংশে এসেছে। উন্নয়নশীল দেশে উন্নীত হতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। এ সম্মান ধরে রাখা ও বেশ কঠিন কাজ। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকা দরকার।

– এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়
কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্বদেশী আন্দোলনের বিপ্লবী বীর সত্যেন্দ্রনাথ বসু
পরবর্তী নিবন্ধনিজের কাজকে গুরুত্ব দিন, ভালোবাসুন