দেশে ৩ দিনে বন্ধ হলো ৫৮২ ক্লিনিক ডায়াগনস্টিক

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

 

বিশেষ এক অভিযানে তিন দিনে সারা দেশে নিবন্ধনহীন ৫৮২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বুধবার এই অভিযান শুরুর পর তৃতীয় কার্যদিবসে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিন দিনের অভিযান শুরু হলেও এমন অভিযান চলবে বলে জানান তিনি। খবর বিডিনিউজের।

গত বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় অনিবন্ধিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধডলারের বিপরীতে আরো সস্তা হলো টাকা
পরবর্তী নিবন্ধনগরে আরো তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ