দেশে মৃত্যু ছাড়াল ২৭ হাজার

১৬ দিনে মৃতের তালিকায় আরও এক হাজার নাম

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

এক দিনে আরও ৩৫ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেল। গত ২৯ আগস্ট দেশে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ২৬ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। ১৬ দিনে মৃতের তালিকায় যুক্ত হলো আরও এক হাজার নাম।
তবে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ার গতিও কমে এসেছে। মৃতের মোট সংখ্যা ২৫ হাজার থেকে ২৬ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল নয় দিন। তার আগে ২৪ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছেছিল মাত্র পাঁচ দিনে। এক দিনে মৃত্যুর এই সংখ্যাও গত ১৪ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত ৭ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৩০ জনের মৃত্যুর কথা জানিয়ছিল সরকার। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে ৩২ হাজার নমুনা পরীক্ষা করে দেশে ২ হাজার ৭৪ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন কোভিড রোগী শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে মৃত্যু হলো ২৭ হাজার ৭ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৩ জন নতুন রোগী শনাক্ত এবং ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গতকাল শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন সোমবার তা ৭ দশমিক ৬৯ শতাংশ ছিল।
সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৭৩৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন সেরে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৬ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। শনাক্ত হয়েছে ২২ কোটি ৫২ লাখের বেশি রোগী।

পূর্ববর্তী নিবন্ধউচ্ছেদ হবে সব অবৈধ স্থাপনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সংক্রমণের হার ৭.১৬