দেশে মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২৭৬৫ মার্কিন ডলার। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। খবর বাংলানিউজের।

অর্থমন্ত্রী বলেন, ২০২২২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২৭৬৫ মার্কিন ডলার।

২০০৭০৮ অর্থবছরে এটি ছিল ৬৮৬ মার্কিন ডলার। তিনি বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা। সে লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদ অধিবেশন পরিচালনা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচবির ক্যাফেটেরিয়ার খাবারে সিগারেট, তদন্তে কমিটি
পরবর্তী নিবন্ধবরিশাল ও খুলনা সিটির ভোট আজ