মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চবি জাদুঘরের উদ্যোগে প্রদর্শনী কক্ষে দু’সপ্তাহ ব্যাপি (১৫–২৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ‘ দেশে দেশে বর্ণমালা ও একুশে সংকলন’ শীর্ষক প্রদর্শনী। গত ১৫ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন
উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাদুঘরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।
উপাচার্য বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী বাংলার দামাল ছেলেরা জাতির অহংকার। ভাষার জন্য তাঁদের এ আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। চবি জাদুঘর কর্তৃপক্ষের আজকের এ আয়োজন অত্যন্ত প্রশংসার দাবিদার। এ প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা বাংলাভাষার ইতিহাস, ঐতিহ্য এবং ভাষা
আন্দোলন সম্পর্কে সার্বিক ধারণা লাভ করতে পারবে। উপাচার্য শিক্ষার্থীদের জ্ঞান–গবেষণায় আলোকিত মানুষ হবার পাশাপাশি দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। উপাচার্য অতিথিদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। প্রেস বিজ্ঞপ্তি।