দেশে এক দিনে শনাক্ত বেড়ে ২২৪১

চট্টগ্রামে আরও ৫৮

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে টানা তৃতীয় দিন দুই হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে দেশে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২২৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রামের রয়েছেন ৫৮ জন। খবর বিডিনিউজের।

আগের দিন মঙ্গলবার ২ হাজার ৮৭ জন রোগী শনাক্ত হয়েছিল। সোমবার এই সংখ্যা ছিল ২ হাজার ১০১ জন। আর সবশেষ ১৮ ফেব্রুয়ারি বুধবারের চেয়ে বেশি, ২৫৮৪ জন রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন। গত এক দিনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মহামারীতে মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৪৫ জন আছে।

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে ৫২১টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়। এদের মধ্যে ৪৬ জন মহানগর এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৩৬ জন।

পূর্ববর্তী নিবন্ধহিসাবরক্ষককে সবধরনের আর্থিক কার্যক্রম থেকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধপবিত্র হজ ৮ জুলাই