দেশে একদিনে রেকর্ড ৭৪ মৃত্যু

করোনাভাইরাস

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৫:২৯ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ৭৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে।
তবে নতুন রোগী শনাক্ত হওয়ার সংখ্যা ৭ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৪৫৮ জন।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মৃত ৭৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৫২১ জনের মৃত্যু হলো। বিডিনিউজ
আর নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী। নতুনদের নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬৫ হাজার ৩০ জনে।
দেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছিল সরকার।
এ বছর ৩১ মার্চ তা নয় হাজার ছাড়িয়ে যায়। গত মঙ্গলবার এক দিনে ৬৬ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যা এবাৎকালের সর্বোচ্চ। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪ জন হয়।
সংক্রমণ ধরা পড়ার এক বছর পর এ বছর মার্চের শেষে প্রথমবারের মত দেশে এক দিনে পাঁচ হাজারের বেশি রোগী শনাক্তের খবর আসে।
এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ মার্চ ছয় লাখ ছাড়িয়ে যায়। এরপর মাত্র এক সপ্তাহে সেই তালিকায় যোগ হয়েছে আরও অর্ধলক্ষ নাম।
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে বুধবার দেশে রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরের দিনই তা প্রায় হাজারখানেক কমল।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু