দেশে আবারো অর্ধশতাধিক মৃত্যু

| সোমবার , ১০ মে, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে দেশে গত এক দিনে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে, নতুন করে এক হাজার ৩৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। দৈনিক মৃত্যু পঞ্চাশে নেমে তিন দিন পর আবার তা ছাড়িয়ে গেল। আগের দিনও ৪৫ জনের মৃত্যুর খবর এসেছিল। গতকাল রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু যোগ করে দেশে করোনাভাইরাসে মোট ১১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হল। খবর বিডিনিউজের।
গত একদিনে নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৩২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৭ লাখ ১০ হাজার ১৬২ জন হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ, তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১ মে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে যায়।
এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় টানা চার দিন মৃত্যুর সংখ্যা ছিল একশর ওপরে। এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা কমতে কমতে গত ৪ মে তা ৬১ জনে নামে। তার পরদিন মৃত্যুর সংখ্যা আরও কমে ৫০ জনে নামে। এরপর সংখ্যার উঠানামা থাকলেও তা পঞ্চাশের নিচেই ছিল। রোববার তা আবার ছাড়িয়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধসংকটময় সময়ে দুস্থদের পাশে দাঁড়ানো উচিত
পরবর্তী নিবন্ধচবি উপ-উপাচার্যকে কুণ্ডেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠানের শুভেচ্ছা