দেশের সব বড় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই সম্ভব হয়েছে

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রাম শহর ও বিভিন্ন জেলা-উপজেলায়ও আওয়ামী লীগের ৭৩তম কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল-আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষায় সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিলো। পরবর্তীতে এ সংগঠনের নেতৃত্বেই বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার সকল অর্জন অর্জিত হয়েছে। আর এ সংগঠনের হাত ধরেই দেশের সব বড় বড় অর্জন করা গেছে। সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে গতকাল উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, জসিম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, নাজিম উদ্দিন তালুকদার, ডা. মো. সেলিম, ইঞ্জিনিয়ার মেজবাহ উল্ল আলম লাভলু, আবু তালেব, জেবুন্নেছা জেসী, সরোয়ার হাসান জামিল, সেলিম উদ্দিন, ফোরকান উদ্দিন আহমেদ, গোলাম রব্বানী, আকতার হোসেন খান, ডা. নুর উদ্দিন জাহেদ, বখতেয়ার সাঈদ ইরান, সাহেদ সরোয়ার শামীম, এড. বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, রুমানা নাসরিন প্রমুখ।

রাউজান উপজেলা আ.লীগ : রাউজান প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, শাহ আলম চৌধুরী, স্বপন দাশ গুপ্ত, ভুপেশ বড়ুয়া, লায়ন শাহাবুদ্দীন আরিফ, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, দীলিপ চৌধুরী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন ত্রিদীব কুমার বড়ুয়া, শফিউল আলম, আব্দুল লতিফ, শওকত হোসেন, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, মোহাম্মদ আসিফ প্রমুখ।

চকরিয়ায় আওয়ামী লীগ : চকরিয়া প্রতিনিধি জানান, পৌরশহরের চিরিঙ্গাস্থ থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্স চত্বরে চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লায়ন কমর উদ্দিন আহমদ, গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, মকছুদুল হক ছুট্টো, জেসমিন হক জেসি, অধ্যাপক সোলতান আহমদ, মোক্তার আহমদ চৌধুরী, এম আর চৌধুরী, সৈয়দ আলম কমিশনার, আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, নজরুল ইসলাম, শওকত ওসমান, আবু মুসা, বদরুল আলম, মেহরাজ উদ্দিন মিরাজ, হেলাল উদ্দিন হেলালী, নুরে হোসাইন আরিফ, হাসানুল ইসলাম আদর, জামাল হোসেন চৌধুরী, খ ম আওরঙ্গজেব বুলেট, ফারহানা আফরিন মুন্না, মক্কী ইকবাল হোসেন, নবী হোসাইন চৌধুরী, মাইন উদ্দিন চৌধুরী, মনজুরুল কাদের।

সন্দ্বীপ উপজেলা আ.লীগ : বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপজেলা কমিটির সভাপতি মাস্টার শাহজাহান বিএ ও সেক্রেটারি মাঈন উদ্দিন মিশন ছাড়াও সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতাও উপস্থিত ছিলেন। পরে এমপি মিতার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে উপজেলা পরিষদের চত্বর পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম, দেলোয়ার হোসেন সন্দ্বীপী, শাহেদ সারওয়ার শামীম, চেয়ারম্যান জিল্লুর রহমান, আবু তাহের, অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

এম এ লতিফ এমপি : এম এ লতিফ এমপির উদ্যোগে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমপির ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া সভাপতিত্ব করেন। মো. আসলাম সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুল আজিজ মোল্লা, আকবর হোসেন কবি, আবদুল মতিন মাস্টার, ইমাম হোসেন, নায়েবুল ইসলাম ফটিক, অধ্যাপিকা বিবি মরিয়ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফরিদ কন্ট্রাক্টর, আলী আকবর, জাহিদুল আলম মিন্টু, মোস্তফা কামাল টিপু, জাহেদ আলী, আক্তার হোসেন, সালাউদ্দিন বাবর, হাসান উদ্দনি সোহলে, নুর উদ্দিন মারুফ, মো. শহিদ শেঠ, মো. রানা, সাইরাত উদ্দিন রাজু, মো. আরিফ, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নারগিস, শম্পা বিশ্বাস প্রমুখ।

মহানগর মোটরচালক লীগ : আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চালক লীগের উদ্যোগে গতকাল নগরীর পশ্চিম শহীদ নগর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোটর চালক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল শুক্কুর পাঁচলাইশী, মাজহারুল হক চৌধুরী মীরু, মো. সালাউদ্দিন, মো. আবুল কালাম, মো. আবসার, নুর আলম নুরু, আবুল কাসেম সরকার, রাজিব হোসেন। আরো উপস্থিত ছিলেন নুর আলম, আবদুল করিম, মো. দুলাল, মো. মিজান, তাজু, জমির আহমেদ, মাহমুদুল হক মাঝি, খোরশেদ আলম, বজলু, ফারুক, আনিসুজ্জামান খান, সোহেল, আবদুস সালাম, খোরশেদ আলম, মোস্তফা কামাল, ইয়াকুব, মুনছুর আহম্মদ অভি, সুমন দে, মো. কামাল, ইসমাইল, মো. মুন্সী, বাবুল, মাহাবুব প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহম্মদ বেলাল হোসেন।

নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ : ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেবিসুপার মাকেটস্থ একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা একেএম জাফরুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, আ’লীগ নেতা মো. আলী আকবর। আ’লীগ নেতা মোহাম্মদ হারুন ও নটরাজ গুপ্তের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পলিটেকনিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল কবির। বক্তব্য রাখেন, আব্দুল মাবুদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, বেল্লাল, শের মোহাম্মদ সরু, মোহাম্মদ জিয়া, সঞ্জয়, মাসির, শ্যামলী শীল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মেহেদী, সুমন নাত, ফারুক, মোহাম্মদ, মো. পারভেজ, মোহাম্মদ জহির, মোহাম্মদ রাজু প্রমুখ।

ইপিজেড থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। বৃহস্পতিবার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ হারুন উর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সুলতান নাছির উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন কবি, ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর হাজী আসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম আফজাল, শারমিন ফারুক সুলতানা, জাবের আলম, মো. হারুন, ডা. আনোয়ার হোসেন, মো. জাভেদ, আকতারুজ্জামান বাবুল, ইফতেখার আলম, মোহাম্মদ সাহাব উদ্দীন, মোহাম্মদ সেলিম রেজা, মো. জামাল, মো. মামুনুজ্জামান, আনোয়ারুল করিম রুশদী, মো. জাহিদ, জাহিদ হোসেন খোকন, আরমান বিন কবির, জোবায়েদ খলিল দিপু, জামাল হোসেন, সালাউদ্দিন, মহসিন মেম্বার, আবদুর রউফ, হারুনুর রশীদ, দেলোয়ার হোসেন খোকন, সেলিম রেজা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উত্তর কাট্টলী ওয়ার্ড আ.লীগ : আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন জুয়েল, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, আবুল কালাম আবু, মাস্টার মো. কামাল উদ্দিন, হারুন উর রশীদ (এম.এ), আবু সুফিয়ান, সাইদুর রহমান পুতুল, তাজুল ইসলাম চৌধুরী তাজু, মুসলিম উদ্দিন চৌধুরী, মীর কাসেম দুলাল, এ এইচ এম আবুল খায়ের, মোস্তাফিজুর রহমান, সগির আলম, হায়দার আলী, রোকন উদ্দিন চৌধুরী, সবিতা বিশ্বাস, সোমা দাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোটারী ক্লাব অব চিটাগাং নর্থের কার্যকরী পরিষদ গঠন
পরবর্তী নিবন্ধসিইউএসডি ডিবেট ওয়ার্কসপের সমাপনী