চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন বলেছেন, স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের অভিভাবক বিএনপির জন্ম হয়েছে উর্দি পরা সামরিক ছাউনীতে। ক্ষমতায় এসে জিয়াউর রহমান যে দলটির জন্ম দিয়েছেন তা জাতির জন্য অভিশাপ। এ অভিশাপ মোচনে প্রতিটি বাঙালিকে ও দেশপ্রেমিক নাগরিকদের সচেতন হতে হবে। তিনি গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশনায় ও একান্ত আগ্রহে। মহিলারা এদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকাংশ। তারা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের অভ্যুদয় এবং প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ যে অবস্থানে উন্নীত হয়েছে এবং বিশ্ব সভায় মাথা তুলে দাঁড়িয়েছে তাতেও পুরুষদের পাশাপাশি নারীদের সমান অবদান রয়েছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেবুন্নেছা চৌধুরী, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, রোকসানা বেগম, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, লায়লা আক্তার এটলী, আয়েশা আলম, ফাতেমা আক্তার, জেনিফার, তসলিমা নূর জাহান রুবি, পারভীন সুলতানা, মনোয়ারা বেগম মনি, কাজী শাহীন আক্তার, শামীমা ফাতেমা, তপতী সরকার, সীমা, চেমন আরা, মেহেরুন্নেছা, ফারজানা মুন্নি, সুপ্তি তলাপাত্র, সোমা আক্তার, মুনমুন সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।