পটিয়ায় চুলার আগুনে পুড়ল ৬ বসতঘর

ক্ষতিগ্রস্তদের পৌরসভার সহায়তা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসদরের ৫নং ওয়ার্ডের ছদু তালুকদার বাড়িতে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে পটিয়া দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নুরুল আলম, নুরুল হক, মোহাম্মদ আবু, মো. ইউছুপ, মো. হারুন, মো. নুরুল আলম ও মো. বদিউল আলমের টিনসেট ঘর পুড়ে যায়। স্থানীয়রা জানান, নুরুল হকের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৬টি বসতঘর আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীর দ্রুত ঘটনাস্থলে না গেলে আগুনের ক্ষয়ক্ষতি আরো বেশি হতো বলেও জানান তারা। এ বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। দুর্ঘটনায় একটি সেমি পাকা ও কাঁচা ঘর পুড়ে যায়। এতে প্রায় ৫-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এদিকে গতকাল সন্ধ্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পটিয়া পৌরসভার পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেয়াজ, হাড়ি-পাতিল, শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।

পূর্ববর্তী নিবন্ধদেশের সব প্রগতিশীল আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালকের মৃত্যু