দেশের প্রয়োজনে আলোকিত হবার সুযোগ রয়েছে সেনাবাহিনীতে

জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ২:০৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ফরমেশন এ্যাডহক রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
এসময় তিনি প্রশিক্ষিত নবীন সেনা সদস্যদের উদ্দেশে বলেন, “দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে।”
আত্মবিশ্বাস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষসেনা সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবীন সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফরমেশন এ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল মো.মেহেদী হাসান চৌধুরী।
নয় মাসের প্রশিক্ষণ শেষে ৯শ’ ৫৯ জন নবীন সদস্য সৈনিক হিসেবে পদাতিক ডিভিশনে যোগ দেন।
এ প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে পুরষ্কার লাভ করেন সৈনিক তরিকুল ইসলাম।
এর আগে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ২০৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, কর্নেল মো.মাহবুবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে মৃত্যুর কাছে হার মানলেন আহত চন্দনাইশ ছাত্রলীগ নেতা তৌহিদ
পরবর্তী নিবন্ধসাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা জারি