অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন আহত চন্দনাইশ ছাত্রলীগ নেতা তৌহিদ

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১২:৫৬ অপরাহ্ণ

চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে মুত্যৃর কাছে হার মানলেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা মো. তৌহিদুল ইসলাম বাহাদুর (২৬)।
দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার ২৬ দিন পর আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মো. মানিক জানান, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোজাফফরাবাদ কালাম কনভেনশন হলের সামনে একটি দ্রুতগতির মোটরসাইকেল ছাত্রলীগ নেতা তৌহিদকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। ওইদিন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীনসহ অন্যান্যরা আহত তৌহিদকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার আরো অবনতি হলে তাকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় টানা ১০/১২ দিন পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বুধবার রাতে তাকে পুনরায় চমেক হাসপাতালের নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে তৌহিদ।
এদিকে চন্দনাইশ উপজেলার ত্যাগী ও পরিশ্রমী ছাত্রলীগ নেতা মো. তৌহিদুল আলম বাহাদুরের অকাল মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ আওয়ামী রাজনীতিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
তার মৃত্যুতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরসহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
নিহত ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম বাহাদুর উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র।
বৃহস্পতিবার আছর নামাজের পর বাদামতলস্থ ওয়ালিউল্লাহ শাহ (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ থানা যুবলীগ ও ছাত্রলীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধদেশের প্রয়োজনে আলোকিত হবার সুযোগ রয়েছে সেনাবাহিনীতে