দেশের নাজুক পরিস্থিতির জন্য একমাত্র আ.লীগের দুঃশাসনই দায়ী

দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সমাবেশে এম. এ মতিন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার এক প্রীতি সমাবেশ গত শনিবার পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফেরদৌসুল আলম খাঁন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন প্রেসিডয়াম সদস্য অ্যাডভোকেট এম আবু নাছের তালুকদার। উদ্বোধক ছিলেন দলের যুগ্ম মহাসচিব এম.রেজউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আহমদ হোসেন, সোলায়মান চৌধুরী, এম. মহিউল আলম চৌধুরী। এম.বেলাল উদ্দিন আলমদারের সঞ্চালনায় এতে মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আহমদ, সাকের আহমদ চৌধুরী, মুহাম্মদ আলী হোসাইন, ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, শামুন রশীদ আমিরী, ওবাইদূল হক হক্কানী, সোলায়মান ফারুকী, ফয়েজ উল্লাহ খতিবী, অধ্যক্ষ আহমদ রেজা, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আকতার হোসেন তালুকদার, মোক্তার হোসেন শিবলী, অধ্যাপক আব্দুন নুর, আব্দুর রহিম সিরাজী, আহমদ নূর, নুরুল আলম, মুহাম্মদ জাহঙ্গীর আলম, মুহাম্মদ সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম জিহাদী, মুহাম্মদ সেলিম উদ্দিন, একরাম হোসেন, মামুন সিদ্দিকি, মুহাম্মদ ওসমান প্রমুখ।প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃংঙ্খলার অবনতি তথা চলমান নাজুক পরিস্থিতির জন্য একমাত্র আওয়ামীলীগের দু:শাসনই দায়ী। দেশের কোটি কোটি টাকা পাচারের কারনে আজকে দেশ তলা বিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। দেশের সার্বিক কাঠামো সংস্কার তথা পরিবর্তনের প্রয়োজন তার জন্য সাথে সাথে নেতৃত্বের পরিবর্তনের জন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করা অন্তর্বতীকালীন সরকারের প্রধান কাজ। তাই আগামীতে দেশপ্রেমিক জনপ্রতিনিধি তৈরী করতে দলের তৃণমূলের ছাত্রসেনা, যুবসেনা ইসলামী ফ্রন্টের নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সময়ের দাবি।

পূর্ববর্তী নিবন্ধ‘কেমন পুলিশ চাই’ জানতে চেয়ে বিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধবিজলী প্রভা শীলের পরলোকগমন