দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব : এরশাদ উল্লাহ

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা গতকাল মঙ্গলবার বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দলমত নির্বিশেষে শোষিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর পথ অনুসরণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।শ্রীমৎ দীপানন্দ ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে, মহসিন চৌধুরী রানা ও জয়নাল সিকদারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোস্তাক আহমেদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মেহেদী হাসান জাবেদ সুজন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, পুলিশ পরিদর্শক কানু বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোয়ালখালী উপজেলা আহ্বায়ক সুজন দাশ, সদস্যসচিব রাজেশ ঘোষ মুন্না, রুবেল দাশ, বাবলু দাশ, বিপ্লব বিল্লু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচন হবে গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক