দেশজ ফলের নাম নতুন প্রজন্মকে জানাতে হবে

সীতাকুণ্ডে ফল উৎসবে বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

বিদেশি কম পুষ্টিগুণ সম্পন্ন ফলের ভিড়ে দেশজ মৌসুমী পুষ্টিগুণ সম্পন্ন ফলগুলোর নাম আমাদের নতুন প্রজন্ম ভুলতে বসেছে। উচ্চ ফলনশীল হাইব্রিড বীজের মাধ্যমে দেশজ ফলের উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আমাদের এইসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের দেশজ ফলের নাম নতুন প্রজন্মকে জানাতে হবে। গত ২৮ জুন মেঘমল্লার খেলাঘর আসর আয়োজিত সীতাকুণ্ড সরকারি হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দেশজ ফল উৎসবে বক্তারা একথা বলেন। আসরের সভাপতি তপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি খেলাঘর মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উন্নয়ন ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগরী কমিটির সহসভাপতি অজিত আইচ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, মনোয়ার জাহান মনি, সঞ্জয় রায়, পরেশ দাসগুপ্ত, বিজয় কুমার দেব। শেষে পরিবেশিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধ২০ সেকেন্ডের মধ্যে বাইক চুরি করে তারা
পরবর্তী নিবন্ধবোয়ালখালী চিত্রশালা একাডেমির পুরস্কার বিতরণ