তোমার অসহায়ত্বকে
দখলদারিত্বে তাড়াবো,
বর্ণে, ছন্দে দেবো সুর
শব্দরা হবে তোমার সখী
জোড়া শব্দের মতো হবে আমাদের বাঁধন।
বুকের বাঁ পাশটাতে আলতো হাত ছুঁইয়ে বলবো
এই তো আছি আমি।
ঠোঁট চেপে তুমি চোখের জল লুকোবে।
এই পাগল ছেলেদের কাঁদতে নেই।
দখল করবো মন খারাপের শেষ সীমানা
বাড়লে বাড়ুক দেনা।