দেনা

আনজানা ডালিয়া | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

তোমার অসহায়ত্বকে
দখলদারিত্বে তাড়াবো,
বর্ণে, ছন্দে দেবো সুর
শব্দরা হবে তোমার সখী
জোড়া শব্দের মতো হবে আমাদের বাঁধন।
বুকের বাঁ পাশটাতে আলতো হাত ছুঁইয়ে বলবো
এই তো আছি আমি।
ঠোঁট চেপে তুমি চোখের জল লুকোবে।
এই পাগল ছেলেদের কাঁদতে নেই।
দখল করবো মন খারাপের শেষ সীমানা
বাড়লে বাড়ুক দেনা।

পূর্ববর্তী নিবন্ধহে প্রিয় স্বদেশ
পরবর্তী নিবন্ধভাবনারা