দূর হও পলিথিন

মোহাম্মদ আলম শাহ্‌ | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

প্রতিদিন পলিথিন
দুর্বার গতিতে,
নিয়ত পতিত হচ্ছে
চলাচল পথে।

মাটি হারে উর্বরতা
ফসলের হানি,
নাব্যতা হারিয়ে নদী
কূলে তুলে পানি।

খাল-বিল জব্দ হয়ে
নিথর অঙ্গন,
পঁচনে গন্ধ ছড়ায়
বাড়ছে পীড়ন।

বায়ুতে দূষণ বেড়ে
অক্সিজেন ক্লান্ত,
তড়িৎ পালিয়ে যাচ্ছে
ছেড়ে কেন্দ্র প্রান্ত।

জলে-স্থলে পরিবেশ
প্রত্যহ দূষণে,
প্রত্যাশা পীড়িত হচ্ছে
রোগের বাহনে।

অনিবার, অনিয়ম
জিয়ে যদি রয়,
উৎস হারা ভবিষ্য
কারো জন্য নয়।

পরিবেশে পলিথিন
বড় ঘৃণাকর,
একেবারে দূর হও
ছাড়িয়ে প্রান্তর।

পূর্ববর্তী নিবন্ধআনাড়ি
পরবর্তী নিবন্ধফিরে এসো