যে বুঝে না রৌদ্রদগ্ধ গান,
রাত্রি জাগা তপ্ত দু‘চোখ
আড়াল করে কোন সে অভিমান!
তাঁর সাথে কি বাঁধা পড়ে মন?
মিছেই বলো বক্ষভরা জ্বালা!
অগ্নিগিরির বুক যদি যায় ফেটে
পাশের পাহাড় পুড়বে তারই তাপে,
আসবে ধুঁয়ায় বন্ধ হয়ে শ্বাস।
সব বিলিয়ে শুষ্ক এখন নদী
ঢেউয়ের চেয়ে চরের বাড়াবাড়ি,
কেউ যেন তাও বাড়িয়ে দিচ্ছে হাত
বাহুতে তাঁর বাঁধা আছে বিবাগীসংসার।