দুস্থদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন প্রদান

পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার বর্ষপূর্তি

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

৩ জনকে ভ্যানগাড়ি, ৪ দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান ও কর্মহীনদের ব্যবসার জন্য নগদ টাকা প্রদানের মাধ্যমে ৩য় বর্ষপূর্তি উদযাপন করেছে পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা। গত শুক্রবার বর্ষপূর্তি উদযাপন ও মিলন মেলা উপলক্ষে পিছিয়ে পড়া অসহায়দের স্বনির্ভর করার প্রয়াস হিসাবে যাকাত ফান্ডের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শাহানূর বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক গিয়াস আল মামুন, বেলাল হোসেন, হাজী মো. শাহজাহান, মোজাহারুল ইসলাম, নাছির আলম, মো. মোজাহের আলম, আবু জাফর, এম এ হেলাল, মো. ইউসুফ, দেলোয়ার হোসেন, মো. সোলাইমান প্রমুখ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্বনির্ভর কর্মসূচির মাধ্যমে ৩ জনকে ভ্যানগাড়ি, ৪ জনকে সেলাই মেশিন এবং বাকিদের ব্যবসার জন্য নগদ টাকা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক দায়
পরবর্তী নিবন্ধকোডেকের শিশু সুরক্ষা কার্যক্রম কমিটির সভা