দুর্নীতি প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে

বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও র‌্যালি

আজাদী ডেস্ক | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে প্রধান সড়কে মানববন্ধন শেষে আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোরশেদ আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা, ডা. দিদারুল ইসলাম সাকিব, সেলিম উদ্দিন, দেলোয়ার হোসেন মজুমদার। এতে বক্তারা বলেন, ‘সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধ করা হলে উন্নয়নে দিক দিয়ে দেশ অনেক এগিয়ে যাবে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পটিয়া উপজেলা উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সনাক-টিআইবি এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সনাক পটিয়ার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র। দুপ্রক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, উপজেলা প্রকৌশলী জাহিদুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, নুরুল ইসলাম, শংকর সেনগুপ্ত, আবদুর রাজ্জাক প্রমুখ।
বোয়ালখালী : ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’- এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা। জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। মুখ্য আলোচক ছিলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি), আলা উদ্দিন, চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক ইমরান খান অপু। বোয়ালখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আফাজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু বিভূষণ দাশ, সাব রেজিস্ট্রার আনছার আলী, নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক সেকান্দর আলম বাবর, শিক্ষার্থী আবদুর রহমান, খাইরুন্নেসা রুপালী প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার আয়োজিত মানববন্ধনটি কাপ্তাই সড়কের ইছাখালী এলাকায় অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম। ড. আবদুল মাবুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, নির্মল কান্তি দাশ, মো. হিন্দুল বারী, আবু সায়েম প্রমুখ।
চন্দনাইশ উপজেলা প্রশাসন : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’- স্লোগানকে ধারণ করে বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস। তারই ধারাবাহিকতায় গতকাল চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন, র‌্যালি, মানববন্ধন, সততার জয় ভিডিও প্রদর্শনী এবং আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরশাদ উল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, প্রতিরোধ কমিটির সহ সভাপতি আবু তাহের চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিবুল্লাহ, ডা. সজীব দেব নাথ, ফরিদুল ইসলাম চৌধুরী, খালেদ রায়হান, এস আই ইখতিয়ার হোসেন, শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক এয়াকুব নবী, মো. কমরুদ্দীন, জাহেদুল ইসলাম জাহিদ।

পূর্ববর্তী নিবন্ধবিজয় ২০২২ : দুর্নীতিবাজ বর্জনের অঙ্গীকার
পরবর্তী নিবন্ধনন্দনকানন তুলসীধামে আলোচনা সভা কাল