অ্যাডভোকেট সৈয়দ মো. কামাল উদ্দীনকে সভাপতি ও রোটারিয়ান মো. শাহীন আলম সরকারকে সাধারণ সম্পাদক করে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সকল প্রকার অন্যায়, অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সহযোগিতায় আরও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক বিচারপতি সিকদার মকবুল হক ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সম্রাট এ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি- অ্যাড. উত্তম কুমার দত্ত, সহ-সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী জাকিয়া সুলতানা জুথি, লায়ন এম এ হোসেন বাদল, অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, জাহান আরা আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক আবু ইউসুফ মজুমদার, মো. জিয়াউর রহমান, এম এ জলিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।