দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর

জুমার নামাজ শেষে আবু সুফিয়ান

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশ শাসন করেছে, যারা বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই শক্তির পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল হিসেবে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সকল বাধাবিপত্তি উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য আমাদের দীর্ঘ লড়াইসংগ্রামের সফল পরিসমাপ্তি ঘটবে। গতকাল শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষে সমবেত মুসল্লি ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জনগণের শান্তি কামনায় মুসল্লিদের কাছে দোয়া চান। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন আবু সুফিয়ান। দোয়া মাহফিল শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া কামনা করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, আবু তৈয়ব, হাজী মহিউদ্দিন, শাহ আলম, শফিক আহমেদ, খুরশেদুর রহমান, মফিজ উল্লাহ, ইউনুছ চৌধুরী হাকিম, এম এ হামিদ, নকিব উদ্দিন ভূইয়া, গিয়াস উদ্দিন ভূইয়া, হাজী ইলিয়াছ শেকু, মো. সরওয়ারসহ অন্যান্য নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে তারুণ্যের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনা
পরবর্তী নিবন্ধজনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষা ছিল বেগম জিয়ার মূল দর্শন