দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

সিপিবি ফতেয়াবাদ শাখার সভা

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ শাখার সভা গত ৪ জুন চৌধুরীহাটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আশীষ ঘোষ। অতিথি ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া। আলোচনা করেন শাখার সম্পাদক ত্রিদিব রায়, তড়িৎ দাশ ও ওমর তৈয়ব খোকন।
বক্তারা বলেন, দেশে স্বাস্থ্যসেবার কোনো উন্নতি নেই। বরং এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি
পরবর্তী নিবন্ধজুলিয়া ফারজানার ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ