দুর্গা পূজায় ছুটি বৃদ্ধি করা হোক

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রতি বছর পৃথিবীর কোটি কোটি সনাতনী সমপ্রদায় দুর্গাপূজা করে থাকে। দুর্গাপূজা সনাতনী সমপ্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। ৫ দিন ব্যাপী এই পূজায় ছোট বড় সবাই অংশগ্রহণ করে। সপ্তমী থেকে নবমী হচ্ছে মাতৃ পূজার মূল পর্ব। বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি হয়। বিবিধ মাংগলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনের পূজা সকাল থেকে শুরু হয়ে রাতের আরতি দেওয়ার মাধ্যমে শেষ হয়। পরিতাপের বিষয় যারা শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত ছাড়া অন্যান্য চাকুরী করে তারা পূজার ছুটি ভোগ করে মাত্র একদিন।
সপ্তমী থেকে নবমী অফিস খোলা থাকার কারণে লক্ষ লক্ষ সনাতনী সমপ্রদায় পূজায় বসে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছেনা। এই উৎসব বছরে একবার আসে। তাই সকল সনাতনী একসাথে পূজা উদযাপন করতে ইচ্ছুক। আমি সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়াকে বিনম্র অনুরোধ জানাব আপনি দয়া করে আমাদের প্রতি দৃষ্টি প্রদান করুন। আমি মনে করি আপনি চাইলে আপনার ক্ষমতাবলে এই বছর থেকে ছুটি বৃদ্ধি করতে পারেন। বর্তমান সরকারের সবার প্রতি অনুরোধ দুর্গা পূজায় অন্তত ৩ দিন সরকারী ছুটি ঘোষণা করা হোক।
রূপম চক্রবর্ত্তী, পূর্ব নলুয়া,
সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধচিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাশিম
পরবর্তী নিবন্ধআমাদের সচেতনতা প্রয়োজন