দুর্গম অরণ্যে ধনেশের সন্ধান

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

ধনেশ যেন রূপকথার পাখি! পার্বত্য চট্টগ্রামে গত কয়েক দশক আগে এটি দেখা গেলেও বর্তমানে এদের খুব কমই দেখা যায়। এই প্রতিবেদক গত দুই বছরের বেশি সময় চেষ্টা করেও এই পাখির সন্ধান পাইনি। পার্বত্য চট্টগ্রামের দুর্গম অরণ্য বসবাসরত মানুষও এর সন্ধান দিতে পারেনি। অনেকেই মনে করেন পার্বত্য চট্টগ্রাম থেকে ধনেশ পাখি বিলুপ্ত হয়ে গেছে। ধনেশ পাখি রূপকথা’র পাখি হয়ে উঠেছিল। এমনকি বিগত বেশ কয়েক বছরে পার্বত্য চট্টগ্রামে কোন আলোকচিত্রীর ক্যামেরায় ধনেশ পাখি ধরা পরেনি।
তবে সম্প্রতি খাগড়াছড়ির গভীর অরণ্যে ধনেশ পাখির সন্ধান মিলেছে। একসাথে দুই জোড়া ধনেশ পাখিকে ক্যামেরাবন্দি করেছেন এই প্রতিবেদক। খাগড়াছড়ি জেলা শহর থেকে প্রায় ৩০ কিমি দূরের বনে এই বিপন্ন পাখির সন্ধান মিলেছে। স্থানীয়দের দেখা তথ্যের ভিত্তিতে এই পাখির সন্ধান পাওয়া যায়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত নির্দিষ্ট একটি গাছে বটফল খেতে আসে। বটের ডালে ডালে ঘুরে এরা বটফল ভক্ষণ করছে। বিশাল চঞ্চু দিয়ে এরা বটফল নিমিষেই সাবাড় করে দেয়। ইচ্ছেমতো ফল খেয়ে এরা আবার পাশের সেগুন বাগানে গিয়ে বিশ্রাম নেয়। এখানে সন্ধান পাওয়া ধনেশ উদয়ী পাকরা ধনেশ। এদের ইংরেজি নাম Oriental Pied Hornbill বৈজ্ঞানিক নাম Anthracoceros Albirostris। এছাড়া আমাদের দেশে রাজ ধনেশ ও পাতাঠুঁটি ধনেশ থাকলেও খুব কমই দেখা যায়। ধনেশ বিশাল আকারের বৃক্ষচারী পাখি। অতিকায় চঞ্চু ও উপরের চঞ্চুতে শিঙ-সাদৃশ্য স্ফীত অংশ থাকে। চওড়া ডানার এই পাখি টানা না উড়ে ঘন ঘন বিরতি দেয়। পুরুষ ও স্ত্রী ধনেশের গড়নে কোন পার্থক্য থাকে না। উদরী-পাকরা ধনেশ লম্বায় ৬০ সে.মি. সাদা কালো দেহ। পিঠ চকচকে কালো। মাথা, ঘাড়, গলা ও বুক কালো। পেট ও লেজতল সাদা। কালো ডানা ও লেজের প্রান্ত সাদা। চোখের পাশে ও চঞ্চুর গোড়ায় পালকহীন চামড়া নীলচে। স্ত্রী আকারে একটু ছোট ও চঞ্চুর প্রান্ত কালচে। এদের ডাক; ক্ল্যাঙ-ক্যাঙ।
স্থানীয় বাসিন্দা রত্নউজ্জ্বল চাকমা ও রিপন চাকমা জানান, এখানকার ঘন বনে ধনেশ পাখি থাকে। এরা বটফল খেতেই আসে। স্থানীয় বিহার কমিটি পাখি ও বন্যপ্রাণী শিকার অনুৎসাহিত করে। তাই এখনো ধনেশ পাখি ঠিকে আছে। গত দুই বছর ধরে এরা এখানে বটফল খেতে আসে। খাগড়াছড়ির শৌখিন আলোকচিত্রী সবুজ চাকমা জানান, ধনেশ পাখি অত্যন্ত বিপন্ন পাখি। এদের খুব কমই দেখা যায়। মাংস ও ঠোঁটের জন্য শিকারী ধনেশ পাখি শিকার করে। পার্বত্য চট্টগ্রামে ধনেশ এখন দেখায় যায় না। নতুন সন্ধান পাওয়া ধনেশ পাখির সংরক্ষণে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়া জরুরি।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. সরোয়ার আলম জানান, পার্বত্য চট্টগ্রামের উত্তর বন বিভাগ, কাপ্তাই জাতীয় উদ্যান ও খাগড়াছড়ির নারাইছড়ি অংশে এখনো কদাচিৎ ধনেশ পাখি দেখা যায়। তবে বন থেকে বৃক্ষ উছাড় হওয়ায় এদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। এরা গভীর বনে থাকে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক সংঘ (আইইউসিএন) এর তালিকায় ধনেশ পাখি প্রায় বিপদগ্রস্ত প্রাণী হিসেবে অর্ন্তভুক্ত।

পূর্ববর্তী নিবন্ধমিটার টেম্পারিং করে বিদ্যুৎ বিল কমান তিনি
পরবর্তী নিবন্ধবাকিংহাম প্যালেস ‘মিথ্যা জিইয়ে রাখছে’, অভিযোগ মেগানের