দুরন্ত শৈশব

সুজন সাজু | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

দৌড় দিয়েছি বিলের মাঠে
হাতে ছিল নাটাই,
মা দাঁড়িয়ে ঘাঁটায়,
আছাড় খেলাম তবুও দৌড়ি
ব্যথা পেলাম পা’টায়।

দুরন্ত মন, ছুটন্ত ক্ষণ
ছাড়বো ঘুড়ি, খুশির উড়ি
মা যে ডাকে, আদর মাখে
ছুটছি ভোঁদৌড় আমি,
দুঃখ ব্যথা ভুলো মনে
একটুও না থামি।

ইচিং বিচিং ডাংগুলি আর
খেলার স্মৃতি ভুলি কি আর?
হৃদে আছে গাঁথা,
মার্বেল খেলার ঝগড়া নিয়ে
মা বকেছে যা তা।

পাইনি দিশ কূল, পালায় ইস্কুল
রাত্রে এলে না, যে জানলো মা
শাস্তি তারই, বেতের বাড়ি
পড়ছে পিঠে, মারের মিঠে,
পরের দিনই গেছি ভুলে
মন মেলেছে ডানা,
ভর দুপুরে বাগান ভেতর
দিতে গেলাম হানা।

দেয় নাড়িয়ে মনের কোণে
সেই যে শৈশব স্মৃতি,
হারিয়ে যাওয়া প্রীতি,
ফিরে পাওয়ার আহাজারি
উথলে ওঠে, পাবো তারই?
হাতরে বেড়ায় রঙ মাখানো
দুরন্ত ঐ শৈশব,
খুঁজছি এখন কই সব!

পূর্ববর্তী নিবন্ধবদ্ধ জীবন
পরবর্তী নিবন্ধওরা ধর্ষক