সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২২তম দুবাই ওপেন দাবা প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া জয় পেয়েছেন। প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া সংযুক্ত আরব আমিরাতের ক্যান্ডিডেট মাস্টার খলিফা খালেদকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সংযুক্ত আরব আমিরাতের ফিদে মাস্টার আহমেদ ফরিদকে, ফিদে মাস্টার তাহসিন সংযুক্ত আরব আমিরাতের আল জাবি তালালকে পরাজিত করেন। ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ভারতের গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদমবরামের কাছে ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মাস্টার তিমুর কাইবোকারভের কাছে হেরে যান।
দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া ভারতের মো. ইমরানের সাথে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ জার্মানীর গ্র্যান্ড মাস্টার নিশিপিয়ানু লিভিউ দিয়েতারের সাথে, ফিদে মাস্টার তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার এন আর ভিগনেসের সাথে, ফিদে মাস্টার পরাগ সংযুক্ত আরব আমিরাতের ফয়সাল আলরি সাথে ও ফিদে মাস্টার তৈয়ব সংযুক্ত আরব আমিরাতের আব্দুলরহিম সালেমের সাথে খেলেন।
৩৫ টি দেশের ৩০ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৩০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৭১ জন খেলোয়াড় এ দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।