দুদিনে বাংলাদেশে ঢুকেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য

| মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীবিজিপির আরও পাঁচ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালি সীমান্ত দিয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে তারা বাংলাদেশে প্রবেশ করে বলে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান। তিনি বলেন, দুদিনে মোট ১৪ জন এসেছেন। এর আগে রোববার সকালে হোয়াইক্যং সীমান্তের খারাংখালি দিয়ে তিনজন ও ঝিমংখালি সীমান্ত দিয়ে ছয়জন প্রবেশ করেন। খবর বিডিনিউজের। এছাড়া গত ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। যাদের গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান কর্নেল মহিউদ্দীন আহমেদ।

এদিকে মিয়ানমারের সেনাবাহিনীর দুই সদস্য গতকাল সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে। কক্সবাজার বিজিবির একজন কর্মকর্তা বলেছেন, অস্ত্র জমা নিয়ে তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। তবে বিজিবির ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।

পূর্ববর্তী নিবন্ধপানিতে ডুবে সাত শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় রিকশাচালক খুন, প্রধান আসামি স্ত্রীসহ গ্রেপ্তার