ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ৪৪ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের মামলায় দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তারা হলেন আরিফুল করিম ও খুরশিদ মিয়া।
গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ ৫ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকা দাবি করে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইস্টার্ন ব্যাংক জুবিলী রোড শাখার ১ কোটি ৪৪ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরিফুল করিম ও খুরশিদ মিয়ার বিরুদ্ধে ২০০২ সালে একটি বন্ধকী মামলা (অর্থঋণ মামলা) হয়। ওই বছরের ৪ জুলাই তাদের বিরুদ্ধে রায়ও ঘোষণা হয়। কিন্তু তারা টাকা পরিশোধ করেননি। ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত পেতে ২০০৪ সালের ৩১ জানুয়ারি একটি জারি মামলা (মামলা নম্বর ২০/৪) করেন।












