চন্দনাইশে দুই হাজার কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম। গত ১ মে উপজেলার ৮ ইউনিয়ন ও ২ পৌরসভায় এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল নবী খান, কার্যকরী পরিষদের সিনিয়র সহ সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, আরশাদ উল্লাহ, এডভোকেট মো. নজরুল ইসলাম ও আবদুর রহিম, যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস, আ. ন. ম হাসান চৌধুরী ও আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মো. সাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মলকুতুর রহমান মুনীর, ত্রাণ,সমাজকল্যাণ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান পারভেজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আরিফুর জামান আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শওকতুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক তাহের উদ্দীন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, এডভোকেট ফোরকান খোকন, আবদুল্লাহ আল ফারুক চৌধুরী, জাহেদুল ইসলাম জাহি ও মো. সাইফুদ্দিন। এসময় নেতৃবৃন্দ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারির সময় চন্দনাইশবাসীর পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।