দুই হাজারেরও কম মূল্যের পাঞ্জাবি বিক্রি হচ্ছিল ৭–৮ হাজার টাকায়। কোনো কোনটির বিক্রি আবার ১২–১৩ হাজার টাকায়। পাঁচগুণ–ছয়গুণ বা ক্ষেত্র বিশেষে তারও অধিক মূল্যে এই পণ্য বিক্রির দায়ে নগরীর প্রবর্তক মোড়ের রাজস্থানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। গতকাল বুধবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি আজাদীকে বলেন, বরাবরই ঈদের বাজারে পাঞ্জাবির চাহিদা থাকে সর্বাধিক। দেশি–বিদেশি বিভিন্নরকম পাঞ্জাবির মধ্যে আবার ইন্ডিয়ান পাঞ্জাবির চাহিদাই থাকে সবচেয়ে বেশি। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাজস্থান নামক ব্র্যান্ডটি। নগরীতে মোট ১৭টি আউটলেট রয়েছে রাজস্থানের। এর মধ্যে প্রবর্তক মোড়ের আউটলেটে অভিযান পরিচালনা করেছি আমরা।
অভিযানকালে দেখা যায়, দোকানের অল্প সংখ্যক পাঞ্জাবি ইন্ডিয়ান। তবে সেগুলোর কোনোটিই রাজস্থান আমদানি করেনি। তারা দেখাতে পারেনি কোনো এলসি বা কাস্টমসের ছাড়পত্র। যমুনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করে বলে জানায় কর্তৃপক্ষ। কিন্তু যমুনা ট্রেডার্সের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সকল ভ্যাট–ট্যাঙ পরিশোধ করার পর পাঞ্জাবির মূল্য পড়ছে দুই হাজার টাকার কাছাকাছি। কিন্তু সেই পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে ৭–৮ হাজার টাকায়। এমনকি কোনো কোনটি বিক্রি হচ্ছে ১২–১৩ হাজার টাকা পর্যন্ত। এ জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এছাড়া দেশি পাঞ্জাবিতে মেইড ইন ইন্ডিয়া লিখে বিক্রি করার দায়ে আফমি প্লাজার দোতলায় অবস্থিত সারতাজ নামের একটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, এমন অভিযান চলমান থাকবে।












