নগরীর মইজ্যারটেক থেকে ফ্লোটিং ব্রিজ পর্যন্ত পোর্ট কানেক্টিং রোডের উভয়পাশে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। এসময় ব্রিজঘাট এলাকার কাঁচা বাজার ও সড়কের পাশের দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় এ এ এম হাবিবুর রহমান, প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, নির্মল কুমার দত্ত, ইবনে আজাদ, নুর এ রওশন, মোহাম্মদ আলমগীর খান, চৌধুরী মোহাম্মদ কায়ছার, আবদুল্লাহ আল মামুন, তোফাজ্জল হোসেন, আবু ইউসুফ, পেশকার ফয়েজ আহমদ, অফিস সহকারী মিথু চৌধুরীসহ সিএমপির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী স্থানীয় সাংবাদিকদের বলেন, সিডিএর এই জায়গাগুলো দীর্ঘদিন যাবৎ স্থানীয় দখলদাররা অবৈধ দখলে রেখেছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের পাশে কাটাতার দেওয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।