কৌশলে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, কর্মচারী আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে এক ব্যবসায়ীর ব্যাংকে জমা দেওয়ার টাকা কৌশলে আত্মসাৎ করে পালানোর সময় কর্মচারী মো. সোলেমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে সীতাকুণ্ড থানার ছোট দারোগাহাট বাজার এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোলেমান নোয়াখালীর কবিরহাট থানার মো. আব্দুল মোনাফের ছেলে।

পুলিশ জানায়, গত ২২ মে দুপুর দেড়টার দিকে ব্যবসায়ী তাওসিফ আমির দোভাষ তার প্রতিষ্ঠানের ৩০ লাখ ৬৮ হাজার ৫শ টাকা ইউসিবি ব্যাংকে জমা দিতে নগরের আগ্রাবাদ এলাকায় যান। সেখানে ফারুক চেম্বারের সামনে এসে গাড়ি পার্কিং করার সময় অফিসের স্টাফ মো. সোলেমান কৌশলে অর্থগুলো আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ব্যবসায়ী দোভাষ ডবলমুরিং থানায় অভিযোগ করেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, সীতাকুণ্ড থানার ছোট দারোগারহাট এলাকায় যাত্রী ছাউনির সামনে নোয়াখালীগামী বাধন এঙপ্রেসের বাসকে সিগনাল দিলে সোলেমান পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে আত্মসাৎ করা ২৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই শতাধিক অবৈধ দোকান গুঁড়িয়ে দিল সিডিএ
পরবর্তী নিবন্ধরাত পোহালেই ভোট