দুই মিনিটে ‘এনআইডি’ কার্ড!

হালিশহরে প্রতারক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

মাত্র দুই মিনিটে তৈরি করা হত জাতীয় পরিচয় পত্র (এনআইডি)। ভুয়া এনআইডি বাদেও জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে নিজেদের কম্পিউটারে সংরক্ষণের অভিযোগে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকা থেকে মো. রাকিব হোসেন (২৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে ইপিজেড থানাধীন প্রি পোর্ট মোড়ের সততা টেলিকম নামের দোকানটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় দোকান তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ডসহ ভুয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিব ভোলা জেলার সদর থানাধীন কুঞ্জপট্টি গ্রামের মো. বাবুল আক্তারের ছেলে। সে দীর্ঘদিন ইপিজেড থানাধীন নিউমুরিং রোডের চৌধুরী কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় বসবাস করে আসছিল।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরিসহ প্রতারণার উদ্দেশ্যে নানান সনদ তৈরির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিব নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে।
ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িত এক প্রতারককে র‌্যাব আটক করে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ড সম্মেলন স্থগিত
পরবর্তী নিবন্ধ‘হতাশা’ থেকে সিএনজি চালকের আত্মহত্যা