দুই মামলা, চার ফুট দূরত্বে দুজনকে দাহ

প্রেমিক যুগলের অপমৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ২ মার্চ, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

রাউজানের মহামুনি গ্রামে অন্বেষা চৌধুরীকে খুন ও প্রেমিক জয় বড়ুয়ার আত্মহত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার রাউজান থানায় পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। মেয়ে খুনের ঘটনায় বাবা রণজিত চৌধুরী প্রেমিক জয় বড়ুয়াকে আসামি করে খুনের মামলা রুজু করেছে। অন্যদিকে জয় বড়ুয়ার পিতার দায়ের করা মামলাটি রেকর্ড হয়েছে অপমৃত্যুর।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, প্রেমিক-প্রেমিকা যুগলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিজ নিজ পরিবারের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে প্রেমিকা ও প্রেমিকের লাশ ময়নাতদন্ত শেষে গ্রামে এনে সন্ধ্যায় মহামুনি মহাশ্মশানের মধ্যে চারফুট দূরত্বে দুজনের সৎকার করা হয়েছে। উল্লেখ্য, গত রোববার রাত ১২টার পর পাহাড়তলী ইউপির মুহামুনির একটি পরিত্যক্ত ঘর থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘরে প্রেমিক জয় বড়ুয়া প্রেমিকা অন্বেষাকে ডেকে এনে একটি কক্ষে প্রথমে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে চাকু দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে জয় নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমে ২১ মাসে সর্বনিম্ন
পরবর্তী নিবন্ধ‘গল্পগুলো প্রেমের, না-বলা স্মৃতির পাহাড়ের’