দুই বাইক আরোহী ও টেক্সি চালকের মৃত্যু

ফটিকছড়ি হাটহাজারী সাতকানিয়া

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ফটিকছড়ির ভূজপুর, হাটহাজারী ও সাতকানিয়ায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চাঁদের গাড়ি (জিপ) উল্টে চার পর্যটক আহত হয়েছেন।

ভূজপুর : আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, ভূজপুরে বাসের চাপায় মো. ওসমান (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর

মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে ফটিকছড়িহেয়াকো সড়কের নারায়ণহাট ইউপির ভাঙা পুলের সামনের এ ঘটনা ঘটে। নিহত ওসমান ভূজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়া টাইলস মিস্ত্রি মোশারফ হোসেনের ছোট ভাই। এ ঘটনায় আহত আরো এক যুবকের অবস্থা গুরুত্বর।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামনারায়াণহাটের একটি বাস সড়কের উল্টো দিকে এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় গুরুত্বর আহত অবস্থায় বাইকের ২ আরোহীকে মেডিকেলে নিয়ে যায়। ঘটনার পর বাসের ড্রাইভার পালিয়ে যায়। ভূজপুর থানার পুলিশ বাসটি জব্দ করেছে।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর আমান বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান নগরীর বায়েজিদ থানাধীন জালালাবাদের কুলগাঁও এলাকার মোহাম্মদ খায়রুল বশরের ছেলে। সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে হাটহাজারী থেকে নগরীর দিকে আসার সময় আমান বাজারে হঠাৎ ব্রেক করলে গাড়িটি স্লিপ করে দুর্ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ সোলাইমান গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাত ভাই পারভেজ বলেন, সোলাইমানের মরদেহ চমেক হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

সাতকানিয়া : সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে উল্টে চালক নিহত হয়েছে। আহত হয়েছেন ৫ যাত্রী। গতকাল সোমবার দুপুরে কেরানীহাটবান্দরবান সড়কের সাতকানিয়াস্থ বাজালিয়ার বড়দোয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (৩৩) চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খেরকূল এলাকার মো. আবদুল মোতালেবের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ২টার দিকে কেরানীহাটমুখী সিএনজি চালিত একটি অটোরিকশা বড়দোয়ারা এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের নালায় পড়ে উল্টে যায়। এতে চালক ও ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ঘটনার বিষয়ে নিহতের স্বজনদের কারো প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। তাই নিহত চালকের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সাজেক : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে চার পর্যটক আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়ায় এ ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেকের হাউসপাড়া থেকে ১২ জন পর্যটকের একটি দল চাঁদের গাড়ি (জিপ) নিয়ে খাগড়াছড়ি জেলায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে চার পর্যটক আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে জামায়াতের ২ শতাধিক নেতাকর্মীর নামে নাশকতার মামলা