দুই পদ বেড়ে ২১, লড়ছেন সমন্বয়-ঐক্যের ৪২ প্রার্থী

জেলা আইনজীবী সমিতির নির্বাচন শেষ সময়ের প্রচারণায় প্রার্থীরা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন২০২৩ এ একটা সম্পাদকীয় (ক্রীড়া সম্পাদক) ও একটা নির্বাহী সদস্য পদ বেড়ে গেছে। আগে ১৯টি পদে ভোট হয়ে আসলেও এবার ভোট হবে ২১টি পদে। এ ২১ পদের বিপরীতে এবার প্রার্থী সংখ্যা ৪২ জন।

 

এদের সবাই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী। নানা সময়ে নির্বাচনে অংশ নেওয়া সমমনা আইনজীবী সংসদ এবারের নির্বাচনে প্রার্থী দেয়নি।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে পরিচিত সংগঠনটির কেউ গতবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেনি। সমমনা আইনজীবী সংসদের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল মুনির চৌধুরী টিপু আজাদীকে বলেন, সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে একটি পদে আমাদের সংগঠনের প্রার্থী ছিল। সাধারণ সম্পাদক পদে উক্ত পদে আমিই নির্বাচন করেছিলাম। নানা কারণে টানা দুইবার আমরা নির্বাচন করছি না। তবে আগামী নির্বাচনে আমরা থাকব এবং সেটি হবে পূর্ণ প্যানেলেই।

প্রতিবছর ফেব্রুয়ারির ১০ তারিখ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ১০ ফেব্রুয়ারি শুক্রবার পড়ে যাওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। সেই হিসেবে গতকাল বৃহস্পতিবার ছিল নির্বাচনে অংশ নেওয়া মূল ধারার দুই সংগঠনের প্রার্থীদের শেষ প্রচারণা।

এ উপলক্ষে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালত পাড়ায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা যার যার মতো করে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। কেউ আইনজীবী ভবন, কেউ আইনজীবী এনেঙ ভবন, আবার কেউ শাপলা কিংবা দোয়েল ভবনে গিয়ে ভোটারদের কাছ থেকে ভোট চেয়েছেন।

এর বাইরে নতুন আদালত ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও নারী শিশু বিল্ডিংয়ে প্রচার কাজ সারেন। মূলত কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর থেকেই পুরো আদালত পাড়ায় প্রচারণার এ কাজ শুরু হয়।

গতবারের নির্বাচনে সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করেন। বিপরীতে বাকি ৯টি পদে জয় পায় ঐক্য পরিষদ। এবার পূর্ণ প্যানেলে জয় লাভের আশা করছেন জানিয়ে সমন্বয় পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য আইনজীবী মেজবাহ উদ্দিন আজাদীকে বলেন, গতবারের ন্যায় এবার আমাদের সংখ্যাগরিষ্টতা থাকবে তা একদম নিশ্চিত। তবে আমরা এবার পূর্ণ প্যানেলে জয় লাভে প্রত্যাশী। আমাদের সমর্থকরা খুবই সক্রিয়। তারা জয় চিনিয়ে আনবেনই।

ঐক্য পরিষদের নেতা ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক বলেন, আসন্ন নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ট পদে ঐক্য পরিষদ জয় লাভ করবে। প্রচার প্রচারণায় বিষয়টি প্রত্যক্ষ করেছি আমরা।

প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায় গতকাল আজাদীকে বলেন, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫ হাজার ১৯৭ জন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪২ প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। আশা করছি, সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি সম্পন্ন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন, মনতোষ বড়ুয়া (সভাপতি), মোহাম্মদ সেকান্দর চৌধুরী (সিনিয়র সহসভাপতি), আবদুল হক (সহসভাপতি), এএসএম বজলুর রশিদ মিন্টু (সাধারণ সম্পাদক), মোহাম্মদ ইমরান (সহসাধারণ সম্পাদক), মোশারফ হোছাইন (অর্থ সম্পাদক), মোহাম্মদ ফখরুল ইসলাম (পাঠাগার সম্পাদক), জান্নাতুল ফেরদৌস বৃষ্টি (সাংস্কৃতিক সম্পাদক),

পিটু কুমার শীল (ক্রীড়া সম্পাদক) ও অভিজি ঘোষ (তথ্য প্রযুক্তি সম্পাদক)। নির্বাহী সদস্যরা হলেন এডিএম আরুছুর রহমান আরুছ, চৌধুরী আহমেদ মহসিন, ফারজানা হাকিম চৌধুরী, ইসরাত জাহান মুকুল, জামশেদ আলম, মাযহারুল ইসলাম চৌধুরী হীরা, মিটুন দাশ, মো. মহিউদ্দিন আতিক, মনজুর আলম, রানা মিত্র ও সাজেদা বেগম সাজু।

ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী (সভাপতি), মো. আবদুল কাদের (সিনিয়র সহসভাপতি), মুহাম্মদ কামরুল হাসান নাজিম (সহসভাপতি), মুহাম্মদ হাসান আলী চৌধুরী (সাধারণ সম্পাদক), মোহাম্মদ কাশেম কামাল (সহসাধারণ সম্পাদক), কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল (অর্থ সম্পাদক), আহমেদ কবির করিম (পাঠাগার সম্পাদক),

মো. খোরশেদ আলম বেলাল (সাংস্কৃতিক সম্পাদক), মো. ওমর ফারুক (ক্রীড়া সম্পাদক) ও অলি আহমদ (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)। নির্বাহী সদস্যরা হলেন মো. আবদুল হালিম, আবিদা সুলতানা শারমিন, মো. ইকবাল হোসাইন, মো. জসীম উদ্দিন, মিনহাজ উদ্দিন, মো. নাসিমুল আবেদীন চৌধুরী রায়হান, মো. সাদ্দাম হোসেন, সাজ্জাদ কামরুল হোসেন, তৌহিদ হোছাইন সিকদার, মোহাম্মদ জাহেদ হোসেন ও মো. জাহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধকে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন
পরবর্তী নিবন্ধএকশ ফুটের ব্যবধানে উল্টে গেল লবণ বোঝাই দুটি ট্রাক