দুই দিনে ৩ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকা কর আদায়

আয়কর তথ্য সেবা মাসের কার্যক্রম ।। করদাতাদের ভিড় বাড়ছে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চার কর অঞ্চল আয়োজিত মাসব্যাপী আয়কর তথ্য সেবা মাসের প্রথম দুই দিনে ৩ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৯৮৭ টাকা কর আদায় হয়েছে। সব মিলিয়ে রিটার্ন জমা পড়েছে ৫ হাজার ৪৬৯টি। গতকাল দুপুরে কর অঞ্চল-১, ২, ৩ এবং ৪ এর বিভিন্ন বুথে ঘুরে দেখা গেছে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন করদাতাদের আনাগোনা বেড়েছে। কর কর্মকর্তারা করদাতাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। কর দিতে পঞ্চাশার্ধো নারী ফিরোজা বেগম জানান, ১৫ বছর ধরে কর দিচ্ছি। কর নিয়ে সধারণ মানুষের মধ্যে এক রকম ভীতি কাজ করে। সচেতন মানুষ হিসেবে কর দিচ্ছি। আমাদের করের টাকায় দেশ এগিয়ে যাবে।
কর কর্মকর্তারা বলছেন, প্রথম দিকে করদাতাদের উপস্থিতি একটু কম থাকে। তবে সময় গড়ানোর সাথে সাথে বাড়বে। আয়কর মেলায় যে সব সেবা দেয়া হতো, আমাদের বুথগুলোতে আমরা একই ধরণের সেবা দিচ্ছি। পুরো নভেম্বর মাসে এই সেবা চলবে। আজকে (গতকাল) দ্বিতীয় দিন নই কর অঞ্চল-১, ২, ৩ এবং ৪ এ রিটার্ন জমা পড়েছে ৩ হাজার ৩৫৬টি। বিপরীতে কর আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ৭১৫ টাকা। আয়কর বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম আয়কর বিভাগের ৪টি জোনের ৮৮টি সার্কেলের আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান, রিটার্ন ও চালান ফরম সরবরাহসহ আয়কর এবং রিটার্ন সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়া হবে। ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন ই-টিআইএন নিবন্ধন এবং বর্তমান করদাতারা পুনঃনিবন্ধন নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধখাস্তগীর স্কুল থেকেই ‘প্রীতিলতা’র প্রচার
পরবর্তী নিবন্ধভাই, চাচাকে নিয়ে সোনিয়া ই-অরেঞ্জ থেকে সরিয়েছেন ১৮ কোটি টাকা